This is in addition to our ongoing sewing training project for employment creation in Northern Bangladesh.
এই সংগ্রামী মানুষগুলোর পাশে দাঁড়ানোর প্রচেষ্টা……
আমাদের সাহায্যসংস্থা SHEBA এবং বাংলাদেশে আমাদের সহযোগী স্বেচ্ছাসেবী সংগঠন অল্টারনেটিভ অ্যাপ্রোচ সমন্বিতভাবে দুঃস্থ ও কর্মহীন মানুষের কর্ম সংস্থানের প্রয়াসে কর্মসংস্থান সহায়ক কর্মসূচি (Employment Assistance Programme) পরিচালনা করে আসছে। এই কর্মসূচির অংশ হিসেবে ১৩ই জুলাই Persons With Cerebral Palsy Foundation (PCPF) শারীরিক প্রতিবন্ধী কর্মহীন নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। উভয় সংগঠনের পক্ষে অল্টারনেটিভ অ্যাপ্রোচের একটি প্রতিনিধদল PCPF এর সদস্যদের মধ্যে এই মেশিন বিতরণ করেন এবং ভবিষ্যতে তাদের বিভিন্ন প্রয়াসে সহযোগিতার ক্ষেত্র নিয়ে আলোচনা করেন।
PCPF সেরিব্রাল পালসিতে আক্রান্ত শারীরিক প্রতিবন্ধীদের একটি সংগঠন। তারা নিজেরাই এই সংগঠনটি পরিচালনা করেন। পরোমুখাপেক্ষী না হয়ে তারা তাদের দক্ষতা অনুযায়ী কাজ করে উপার্জনের চেষ্টা করছে্ন। আমরা এই সংগ্রামী মানুষগুলোর অপরাজেয় সংকল্পকে অভিবাদন জানাই। তারা নিজেরা রান্না করে ক্যাটারিং করে কিছু আয়ের চেষ্টা করছেন। কিন্তু নিজেদের কোন আউটলেট না থাকায় রান্না করা খাওয়া বিপণনে বেশ সমস্যার মোকাবেলা করছে। সংগঠনটি বাড্ডা, হাতির ঝিল, গুলশান, মহাখালী, বনানী এসব এলাকায় কম ভাড়ায় একটি ফুড আউটলেট খুঁজছে যেখান থেকে তারা অর্ডার সরবরাহ করতে পারবে্ন। কেউ এবারে সহোগিতা করতে চাইলে আমি তাদের সাথে যগযোগ করিয়ে দেবো।
এই সংগ্রামী মানুষগুলোর উদ্দমে যে যার মতো সহযোগিতা আমরা করতেই পারি।